শান্ত থাকবার বাসনা লয়ে অপেক্ষমাণ আপন কুলায়,
আবার, শান্তির খোজে শুভ্র-কপোত দুরআকাশের নীলে মিলায়।
হটাত, চিরবিনাশের  যুদ্ধশিঙা, সব মিলায়ে হেরিছে আজ
দূরে শোনা যায় ওই প্রান্তর হতে,  রন দামামার হর্ষোল্লাশ।


শান্তি আর কাকে বলে , ভুলেছে জগতের অর্ধেক দেশ,
অশান্ত সব জঞ্জাল মন, লোভ-লিপ্সা , ক্ষমতা আদেশ,
যুদ্ধালয়ে সখ্যতা যাদের,  যুদ্ধ লয়ে ব্যবসা ছল,
যুদ্ধের কথায় গন্য হয়, নব শিশুর কুড়িয়ে পাওয়া ফল।


প্রেম প্রীতি ভালবাসা ভুলে, মায়া মমতার অস্তাচলে ,
যুদ্ধ নেশা করেছে গ্রাস আজি,
দয়া, প্রার্থনা, শান্তির শেষ,  অশান্তি পিপাষার রক্তাভিষেক
করছে রাজ , পৃথিবীতে অধোমতি।


স্রস্টা আপন মনভরে রচিছেন  মানব-সংসার অতি যত্ন সহকারে,
কিছু মানব তারে কলুসিত করে, স্বার্থপরের জাত।
পাপী আত্মা, প্ররোচিত করে ধংসের মন্ত্রে, অধিষ্ঠিত  করে খলিফার আশায়,
জেনে রেখো, আসলে সেই যুদ্ধ্ববাজই প্রকৃত বজ্জাত।


-তাং ২/৫/১৭ (মঙ্গলবার)