জীবনের চারটি স্রম, পুরান বর্নিত,
কলির নতুন শ্রম বৃদ্ধাশ্রম উপনিত।


কৈশরে শিক্ষালাভ গুরুগৃহে যেন,
কর্মই ধর্ম, মূল মন্ত্র হেন।


গ্রাহস্তে উপযোগী, শিক্ষালাভ হয়,
স্ংসার জীব্ন-জাপন, ইহাতেই বয় ।


বানপ্রস্তে উপনিত, স্ংযম ষড়রিপু,
অনারম্বর জীবন, সন্যসের হেতু।


জীবনের অন্তিমে, সন্যাস জীব্ন,
পরমাত্মার সাথে, স্ংযোগ স্থাপন।


চতুর্বন মানবের সৃষ্টি, চতুরাশ্রম নয়,
মনু স্ংহিতার জন্ম,অনুচিত সদাসয় ।


পুরাকালে ছিল না এত হিংসা-বিদ্বেশ,
কলিযুগ হবে, হিংসাতেই শেষ।


-তাং ৭/৫/১৭ (রবিবার)