যে উপত্যকা দেখেনি উন্নতির আলো,
যেখানে উড়ছে অশিক্ষার পতাকা কালো,
সেই তপ্ত উপত্যকা , অবশ্যই অভিশপ্ত।
অভিশপ্ত নিরীহ প্রানের বলিদানে,
অভিশপ্ত অন্যায়-অত্যাচারের কাহানে।
আছে প্ররচনা, আছে প্রলোভন,
উপত্যকায় হচ্ছে মাদকের ফলন।
আছে নিরস্ত মানুষের উপর অকথ্য সহন,
আছে ধর্মান্তরকরণ।
অনেকের মতে, এসব পাপেরই বহন।
সেই মা-বাপ হারা অবুঝ শিশুটা ডুকরে উঠে
কেন এমন হল? চেয়েছিল জানতে।
লেগেছিল অভিশাপ সেদিন, ইশ্বরে,
নিখুত হিসাব রক্তের-বিচারে।


-তাং ৩/৬/১৭