মৃত্যু বড় মধুর, এযেন এক নিষিদ্ধ উপত্যকা,
বয়সের ভারে ক্লান্ত,নেই মৃত্যুর বিভিষিকা।
বরং যা আছে, তা অমোঘ টান, প্রতিক্ষা।


জীবন মৃত্যুর মাঝে আমরা এক দৈত্ব ভিক্ষারী,
মায়াজালে আবিষ্ট চিরন্তন ভাবুক ব্যভিচারী,
অস্থির চিত্ত সর্বদা হাহাকারী।


মৃত্যু স্থির, ধীর, শান্ত,
উচ্চশীর সতত অক্লান্ত,
আসবে ঠিক, নয় ব্যতিক্রান্ত।


তাইতো মায়াজাল পেড়িয়ে, ভুলে সকল গ্লানি,
বাসতে চাই মৃত্যুকে ভালো,আর "মৃত্যুর হাতছানী"!