আমি চাহি তোমার দিকে যাতে তোমার ভুল হয়,
আমি মিথ্যে কাটি আঁকিবুঁকি যাতে প্রণয় মনে হয়।
আমি রেগেও রাগি না যাতে তুমি রাগ না করো,
তবু আমায় তুমি তার মতো ভালবাসো না,
আমার জন্য কি কি করেছো, বলো না,
আজ খুব জানতে ইচ্ছে করে,
এ মরুভূমি না মরিচিকা,
ছেড়েছি অন্তরসত্তা।


কি লাভ,
শুধুই অভিশাপ,
একি আমার বিকার,
নাকি সবটাই প্রেমের প্রকার,
কিছুই বুঝি না, বাধা শুধু অপত্য স্নেহ,
ভয়ে বুক দুরু দুরু,বিপদ বড়ই আসন্ন,
ত বু ম ন যে ছাড়েনা প্রেম, অসাড় সংসার,
মন ভেঙেও প্রেমেজরজর প্রত্যয়ের অঙ্গীকার,
চলে শুধুই দিগন্ত পর্যন্ত ব্যপ্ত উদভ্রান্ত হাহাকার।