আমি পরে আছি যাতাকলে,
"মা না স্ত্রী"র কোলাহলে,
দুদিকে অধিকারের ঘনঘটা,
চড়াম চড়াম শব্দে বাক্যবানের হ্যটা।


আমি জীব না অজীব,
পূরুষ হয়ে জন্মানই আজীব,
কলুর ঘানী, সারা জীবন বহন করা,
পন্থা হাতড়াতে, মগজের রফাদফা।


এদেয় জন্মের দোহায়,
তো সে প্রেমের সহায়,
এবলে নাড়ীর বাত,
তো সে প্রেমের সাক্ষাৎ!


যাতাকলে চলে পেষন,
বন্ধুবান্ধবের বিজ্ঞ ভাষন,
অতিষ্টকর জীবন যাপন
জীবনের চেয়ে যেন মরনই আপন।