ভ্রমন পিপাষু বাঙালীর মজ্জাগ্ত  জিঞ্গাসা,
নতুন কে জানার অদম্য অভিলাশা।
কবির ভাষায় অক্ষেপের সুর আজ বিলীন,
বাঙালী আজ নবযুগের আরব বেদুইন।


উত্তর থেকে দক্ষিন হয়ে, পর্ব্ত হতে সিন্ধু।
অনেক ঘুরেছি পাহাড়, সাগর ভ্রমন জীবন বন্ধু।
বৈচিত্রে ভরা, ম হা ভারতের ভ্রমন এক অভিযান,
যেন স্ব্প্ন ভরা এক রূপক্থার উপাখ্যান।


ভ্রমন যাত্রা অনাদি কালের অতিজ্যবাহক রীতি,
সে তা অশোকের ধ্র্ম প্রচার, কিম্বা জীবকের স্তুতি।
ভ্রমনের পরে জীবন বাহিতে রুজু করা উণ্মাদনায়,
স্মৃতির ভাড়ারে লিখিত হবে নতুনের সম্ভবনায়।


-তাং ১৮/৫/১৭(বৃহঃস্পতি বার)