ব্যবসা সর্বত্র,
যত্রতত্র রাস্তায় গর্ত,
মেনে ঠিকাদারের শর্ত,
জনতা আজ নিমিত্ত মাত্র।


ব্যবসা সর্বত্র,
শাকে মাছে ফর্মালিন,
চাল ডালে ভয়ানক পলিথিন ,
আজ দালালিতে তুখোড় অর্বাচীন।


ব্যবসা সর্বত্র,
ডাক্তারের কমিশন দামি ওষুধে,
ব্যবসা আজ ঠাকুরঘর থেকে আতুরঘরে,
চাই ব্যবসায়ীর লাভ লক্ষে লক্ষে, হাজারে হাজারে।


ব্যবসা সর্বত্র,
যেন ভীস্মের শরসয্যা,
আজ বাবার সাথে ছেলের ব্যবসা,
সেবা তবেই জোটে কপালে যদি কিছু রেখে যায় বাবা।