নাই সমর্থন নাই সাথ,
একাই যেন জগন্নাথ।
নাই ঢাল, নাই তরোয়ার,
রাজা-রানী সমঝ্দার।
সারা জীবন দূরদূর করে,
এখন দরদ উতলে ওঠে,
এখন তাই পিছু মাঠে ঘাটে,
এরাই নাকি বড়ই ইমানদার?


দলিতের তকমা নিয়ে, করিস তোরা জারিজুরি,
আম দলিতের দিলটা নিয়ে চলে যত কারিগরী।
নিজেকে দলিত বলে ভোট চাইতে আসি আমি একবারি,
পাঁচ বছর আর নেই পাত্তা, হেরে গেলে আবার গোঁসা ভারী।
হারের পরে যুক্তি চলে বিকল হল মেসিনারী,
অদম্য আস্ফালন যত, প্রলুবদ্ধ জনতার দরবারি।