শ্বান্তনার বানী আরো কুড়ে কুড়ে খাই,
দিবানিশি মৃত্যুমিছিলে বন্যার সায়।
প্রতিশুতি দিয়েছিলে বাঁধটা এভোটে হবে,
সব দুঃখ আমাদের নাকি এবার ঘুচবে।


সেবারের বানে বাপটাকে নিয়ে গেল,
দাওয়ার মেঝেতে নিশ্চিন্তে ঘুমাছিল।
আবিরাম বৃষ্টি আর বজ্রবিদ্যুতে,
ঘুম ভাঙল বাপের চিৎকারে,
বানের জলে কোথেকে বিশাক্ত সাপে,
কামড় দিয়েছে সে বাপের পা তে।
অনেক কষ্ট করে হাসপাতালে যাই,
তাও শেষ রক্ষা আর কিছুতে হল নাই।


তার পর চারিদেকে প্রতিশ্রুতির বন্য,
নেতারা দিলেন যত শ্বান্তনার ধন্না,
আবার দেখাহবে গেল বলে,
ফিরলেন যখন ভোট কোলে।


বছর যায় , বছর আসে , গ্রীস্মের পর বর্ষা,
বুক দুরু দুরু করে, না জানি কার এবার পালা?