নিরন্তর দুর্বার,পাপ পূন্যের আধার,
ও পূর্ন্যতোয়া তুমি চলেছ নির্বিকার।
বেদ পুরান,মহাভারত রামায়ণ,
সবে তে তোমার অবাধ বিচরণ।
রাজা ভগীরথ প্রথম করেন আহবান,
দুর্জয় ভোলেনাথ ক্ষুরধার আটকান।
হিন্দু আস্থার প্রতীক হে মাত গঙ্গে,
জীবন থেকে মৃত্যু চলে তোমারই সঙ্গে।
হরিদ্বার,প্রয়াগরাজ,হৃষীকেশ,কাশি,
এরকম ১৮০ নগরপালিকা কমবেশী,
নিহিত করে চলেছে জঞ্জাল রাশিরাশি,
তবুও ভক্তিতে নেই কোন ঘাটতি।
রোগহারী ভেষজগুনে বৈজ্ঞানিক ভিত্তি,
এল্গীনের শোধনে উদ্ভাসিত সত্যি।