তিসার মনটা খারাপ থাকে, জীবনে অভাব সুপ্রভাত,
বেলা বারোটাই ঘুমিয়ে উঠলে থাকে কি আর প্রভাত?
চাকরিটাই এমন তিসার দোষ দেবে সে কাকে,
রাত্রিতে ঘুম ভাঁঙে তার বিদেশী "সুপ্রভাত" হাঁকে।
আপিসে তার রাত্রিবাস, ভোররাতে ঘর ফেরা,
লোভাতুর অনেক চোখের,শরীর জুড়ে ঘোরা-ফেরা।
এসব জীবনের অঙ্গ করে , রোজ দুপুরে সে ভাবে,
যদি সকালটাকে দেখতে পেত, রাত্রিরই একফাকে,
সবাই তাকে না জানালেও ফোনে সুপ্রভাত,
ফুল , পাখী , আকাশ ,বাতাসে এক  নব "সুপ্রভাত"।


-তাং ৪/৬/১৭