ছেঁড়া চটে বসেছি বলে ভাবলে ভিখারি,
দীনতা মোদের গর্ব, ওহে দর্পের জুয়ারী।
নিছক কিছু টাকার জোরে ধরাকে সরা জ্ঞান।
ন্যায় অন্যায়কে কী করেছ সততা দিয়ে ধার্য্য?
এতো ফাঁকা অভিমান।


সংবেদনশীল কারে কয় জানো কি তুমি?
বিচার করতে বসো সাজানো অহং-এর ভূমি।
দান ভিক্ষাকে করো তুমি বড় হাতিয়ার,
পক্ষান্তরে থাকে লোভের অত্যাচার।
সময় কথা বলে অট্টহাস রেখে,
বিধাতা বিচার করে নিখুঁত পরখে।
শেষ জীবন ভুগতে হয় দু:সহ রোগ,
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দুর্ভোগ।