সুখী সবাই হতে চায়, কিন্তু হায় এ মরীচিকা,
কখনো দেয় ধরা, কখনো আবার অধরা।
ধরা দিলে ভয় হয় ঘর পোড়া গরুর,
আবার কি অশনিসংকেতের শুরু।
থেমে থাকে মেঘ যেমন, বৃষ্টিপাতের আগে,
দু :খ জমা হয় সংসারে, সুখের ভাড়ারে।
সুখ-দুখ নিয়ে এই সংসার- জীবন গড়া,
দু :খটাকে দুরে সরালেই হবে জীবন সহজ পারা।