সহস্র অশ্ব ধায় রক্তসম প্রানে,
ছারখার অতিরঞ্জিত, ভস্মিভূত ঘ্রানে।


হিংসার বহিঃপ্রকাশ এরকমও হয়?
ইচ্ছা থাকলেও, ভাল বলতে নয়।


অমুক নাম আমার, নহি  অর্বাচিন,
ইতিহাস সাক্ষী, বিদ্রোহী সীমাহীন।


অন্ত যাই জ্বলিয়া, হিসাবের বিকাশে,
কি করিয়া, স্বত্বর এত উন্নতি আসে?


ওহে নরাধম, কর চিত্তের বিকাশ,
উন্নতি নয় পাথেয়, নীচমনের নিকাশ।


অশ্ব্থামা,কর্ন, আভিমুন্য অনেকে আছে,
মানুষ মনে রাখে, নায়কেরই বেশে।


"কানিজ"তা করে জীব্ন শেষ হল,
স্বকিয়তার হাত ধরে, এবার মুখ খোল।


বিদ্রোহে বিকাশ আমার, মানী বিদ্রোহী কবি,
নিজের শিকর ছেড়ে, করবো গোলামী?


ব্ন্ধন সমাজ, প্রেম-কবিজীব অন্ধ তিমিরে
অগ্নিবীনা সম্বল ,সাম্য "নজরুলের" শিবিরে।  


নাহি করি প্রত্যশা, নাহি বিদ্বেশ,
অপমান  সহিবার আছে আদেশ।