আমি হারিনি কিন্তু আঘাতের চিহ্ন আমার সর্বত্র,
আমি মরিনি কিন্তু পচনের দুর্গন্ধ আরো বিষাক্ত।


আমি ডরিনি কিন্তু ডরানোর সব সরঞ্জাম বিদ্য,
আমি ছাড়িনি কিন্তু ছাড়ানোর সমস্ত ক্ষন সিদ্য।


আমার মাথায় ঘুরে বেরাই শত কোটি প্রশ্ন,
উত্তরও খুজি নিজে থেকে নিয়ে সব যত্ন।


তবু কেন মনে ভয় হয়, হেরে যাবো বোধ হয়,
না জানি কি বিধাতার রোষে, ভয় সব সময়।


জীবন শিক্ষা দিয়েছে নিরন্তর,
শিক্ষায় ক্ষত খুবই অতলান্ত,
শিক্ষা থেকে শিক্ষা নিয়ে,একই ভুল করি,  
মরে গিয়েও জীবিত থাকার মিথ্যা ভান করি।