"সংসার সুখের হয় রমনীর গুনে"
এমন প্রবাদ প্রচলিত সর্বজনে,
সংসারে স্ং সাজা অতি জটিল,
পক্ষ-বিপক্ষের যুক্তি শুনে কাহিল।
কাকে ছেড়ে কাকে ধরি,দিকশূন্যহীন
সংসার জাঁতাকলে পেষন বড়ই প্রাচীন।


সব জায়গায় চলছে ক্ষমতার লড়াই,
তা সে দেশভাগ হোক, কিম্বা মেঝের চাটাই।
কখনো দন্দের চোরাস্রোত , অন্তশীলা নদী,
কখনো দন্দের প্রকাশ, উচ্চস্বর গতি।


সংসারে যে মধ্যস্থতা করাবে , করাবে সন্ধি,
জাঁতাকলে পিষবে, দুইপক্ষের বন্দি।
স্বার্থ তার কি আছে, নেয় না কেঊ হিসাব,
দুইপক্ষই স্বার্থপর, সহানুভূতির অভাব ।


জাঁতাকলের য্ন্ত্রনায় পিষে মরে রমন,
সহ্য করতে হয় যত দুইপক্ষের বচন,
তাও কেন আজও নাম শুধু রমনীর হয়
কলির সংসারে কিছু রমনও সহৃদয়।


-তাং ১/৫/১৭ (সোমবার)