হঠাৎ বৃষ্টিতে সিক্ত ধরাকে ভেদ করে ফুটে উঠলে উর্বর তুমি।
অগ্নুত্পাতে যেন ভরে দিলে প্রেক্ষাগৃহের গর্ভকোনে আড়ালের ভূমি।
আমরা নাকি উন্নতির দিকে?


প্রতিবাদের ভাষা বোঝাতে উপায় গোলাপী পর্দার ছাকনি আর ঋতুর বাধনী,
অপবিত্র করেও নর-নারীকে শান্ত হয়নি তোমার জীবিত চাহনি।
আমরা নাকি শিশুসুলভ ও জ্ঞানী?


দলছুট হাতির মদমত্ত সাথী, বিভোর হয়ে চেয়ে থাকি অচীনদেশের পানে,
রক্তক্ষয়ী সংগ্রামে প্রাপ্ত দেশভক্তির গানে অধিকার আছে নগ্ন প্রকাশে।
আমরা নাকি দেশকে ভালবাসি?