জীবন বিলাসী আমি কি, যে ক্ষুদ্র অতিশয়,
জীবনকে বিলাস করে রাজা বাদশা হয়।
যার চিন্তা নেই এই বলে যে সংসার সংশয়,
ঘরের থেকে পা বেরলেই, নিরাপত্তাহীনতা হয়।


বিলাস তারে বলে বোধ হয়,চেতনা নাহি থাকে,
হুসের জ্বালা মানের কাছে না পাঠ শিখতে আসে।
তবু বিন্দাস তো থাকে তারা, সহে না কোন জ্বালা,
অন্যদিকে অশান্তি আর মনকষ্টে,বুড়িয়েছ তুমি হালা।।