অন্ধকূপের বানী, ধর্ম যঞ্গের হাতছানি,
মস্তিস্ক প্রক্ষালন করে ব্যব্সায়ী যাজক,
জীবনের দাম নাই, রক্তবীজে তাই সায়,
শিক্ষাজ্বরে আছে মহা অরাজক।


শিক্ষা আনে বিচার,ভাল-মন্দের তফাত,
কুস্ংসকারের করিতে হবে ইতি,
বিদ্যাসাগর-রামমোহন আরো বহু বিদগ্ধজন,
হয়েছিলেন সংসকারে ব্রতী।


তবে একি শিক্ষা ?
মৌলবাদে প্রানভিক্ষা,
ভুলকে ভুল বলা নায়।


সময়ের প্রয়োজন,
করতে আত্মচিন্তন,
বিদগ্ধজন ব্যস্ত সমীক্ষায়।


-তাং ৮/৫/১৭ (সোমবার)