শয়ে শয়ে লাশের উপর চলছে এ পৃথিবী,
তা সে ইরাকের মাসুল কিম্বা ভারতের কাশ্মীর।
ক্ষমতার জিহাংসার শিকার, নিরিহ মানুষ,
যুদ্ধের আবহয়ে, একচিলতে চাঁদও আজ আধখানা রুটি।


যুদ্ধ্ববাজেরা করছে মগজ ধোলায়,
সাধারন মানুষেরা আজ রাজনীতির মহোরা,
তা সে যারই হোক দোহাই,
শিখেছে কি অস্যিডে ঝলসানো শিশুকে সহাগ?


"জীবে দয়া করে যে জন, সে জন সেবিছে ইশ্বর"
অহিংসা মূলমন্ত্র, আজ লাঞ্ছিত , নেতারা নির্বিকার।
হাসিল কি হবে এত যুদ্ধ করে,
সবই  লড়াই প্রচ্ছ্ন্ন ক্ষমতার পরে।


কবির কন্ঠে কন্ঠ মিলিয়ে আজ ইচ্ছে করে খুব,
গাহি সাম্যের গান,
একজোট হয়ে চলো বানায় এ পৃথিবীকে,
বাঁচাতে ইনসান।


-তাং ১৩/৫/১৭(শনিবার)