আকারে বিকার আর বিকারে আকার,
মনে যা ছেপে যায় তাই সাকার।
নিরাকারে জীবন ভেসে যাই জলে,
সামান্য সাকারেও মন যে ছ্যাঁত করে।
প্রিয়কে দেখতে সদা, মন কেমন করে,
সর্বনাশের বাঁশি সদা করুন সুর ধরে।
তবুও সবকিছু ছেড়ে মন ওই পানে চায়,
তিরস্কার লাঞ্চনা সবই সামলায়।
এত অপমানের পড়েও মন উচাটন,
কখন "রাধে" ডাকে কানু করিবে আপন।