শতাব্দী প্রাচীন প্রিয় মোদের এই শহর,
কাজী নজরুলের জন্মস্থানে প্রসিদ্ধ মোহর।
কয়লাঞ্চল আছে, আছে শিল্পাঞ্চলের প্রহরী,
ভ্রাতৃত্বের শহর, মোদের ইস্পাত নগরী।
আছে এশিয়ার গভীরতম খনি,
রাজ্য মাঝে সেস-বানিজ্য করের দিকে মধ্যমনি।
তবু, শহরবাসী হিসাবে আছে মনে ব্যথা,
অবহেলার আবহয়ে শহরের  করুন দশা।
কেন হবে সর্বদা মহানগরের জয়জয়কার,
বিদ্রোহী কবির সুরে  রাখলাম অঙ্গিকার।


-তাং ৭/৬/১৭