তোমার মিষ্টিমুখের হাতছানিতে দিতে পারি প্রাণটা,
তোমায় সঙ্গে নিয়ে  ভিক্টোরিয়ায় বাধতে পারি গানটা,
তোমার শত সুখের মাঝে-ও কেন দুঃখটাকে খুজি,
অবুজ মন বোঝে না যে, তুমি রয়েছো অনেক সুখী!
মনের মাঝে আনাগোনা আর মনের মাঝে ঊঁকি,
মন নিয়ে করছো খেলা বাকিতে থাক ফাঁকি।
ওই মিষ্টি হাসির ঢেউ গালেতে কাহিল আমি আজ,
কোথায় রাখি এতো প্রেম, আর তোমার রাঙ্গা লাজ।
জানি রেগে গেলেও সামলে নিচ্ছো অনধিকারের বশে,
রাগ হলেও দেখাই কেমনে, কোন অধিকার  আর সাহসে।
তবু সময় যখন মিলায়েছে মোদের, এই সন্ধিক্ষণে,
তুমি শুধুই তুমি, বিরাজমান মোর মনে।