সম্পর্ক আজ খুব সহজেই শুরু হয় আবার ভেঙ্গেও যায় সহজে,
ভাঙ্গার আগে আসে ঝড়,নিয়ে যায় ঢেঊএ ভর করে,
আর পুড়িয়ে যায় কিছু হৃদয়,কিছু বিশ্বাস,
তাই করি না সম্পর্কে বিশ্বাস।
সম্পর্কের বিকার,
অবিচার।


আজ সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়,নাটক চলে নিরন্তর,
অভিমান ছাপিয়ে যায় বাস্তববাদীতার আঙনায়,
নিজের স্বার্থের অন্বেষনে সদা ব্যস্ত,
থাকে এককুল টতষ্ঠ,
এটা সম্পর্ক?


আদ্যান্ত বিকারে ভরা, অনুশোচনায় মোড়া,হাসিল কিছু না,
শুধু নিছক স্বার্থসিদ্ধি , বিকৃত সুখে প্রবৃত্তি,
প্রেম বলে মিথ্যা আস্ফালন।
প্রেমের কি সংঙ্ঘা?
শুধুই শরীর?