সবই সময়ের খেলা,
কখন কান্না কখন হাসির মেলা।
জীবনে তাও থেকে যায় আফসোস অনেক,
হাসি কান্নার খেলায় ক্লান্ত অবসন্ন মনে স্মৃতির উদ্রেক।


জীবনে কি পেলাম?
জীবনকে প্রশ্ন করি "কি হারালাম"?
স্মৃতিপট থেকে উঠে আসে এক একটি ঘটনা,
জটিল হিসাবে বিস্মিত আজি শুধু ধরা পড়ে তোমার ছলনা।


বি:দ্র: প্রিয় কবি মৃদুলদার শিরি কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ক্ষুদ প্রচেষ্টা।