মৌলবাদ, জঙ্গীবাদের বড়ই বাড়াবাড়ি,
এছাড়া চলবে না যে রাজনীতির গাড়ি।


সবই ঠিক চলছিল শহরটার গড়ে,
হটাত করে কি যে হল, মাঝবাহারের মোরে,
একদল অস্ত্র হাতে শহরটাকে দাপায়,
অন্যদল রামের নামে শহরটাকে কাঁপায়,
আল্লাহ আর রামে তাদের নেইকো কোন ভক্তি,
টাকার জন্য কাজ করে, দেখায় শুধুই শক্তি।
সবটাই চক্রান্ত মোদের অন্ধকারে রেখে,
বিভেদ না থাকলে, যদি মানুষ বসে বেকে।


তাই ভোটব্যংকের রাজনীতিতে তারেই সাপোর্ট করি,
যে টানতে পারবে  ব্যালটবাক্সে ভোট কাড়ি কাড়ি।
তাতে কাজে যদি লাগে লাগুক ধর্মটার বলি,
ধর্ম নিয়ে মনের মধ্যে মস্করা আর গালি।
আমার ধর্ম একটাই ভোট আমার চাই,
ভোটের জন্য ধর্মত্যাগ! কোন ক্ষতি নাই।