কিলবিল পিলপিল আমিও নই অর্বাচীন,
বাড়ছি বাড়াচ্ছি যেন আমি এক মেশিন,
এক নয়, দুই নয়, দশ বা বিশে শেষ,
নেই চিন্তা নেই ভাবনা, নেই ক্ষেদ নেই ক্লেশ।
আছেন যখন চিন্তামনি,
তবে যোগানও দেবেন উনি!


তবে আছে কি?


আছেন আমি আছেন তিনি,
কিন্তু বাড়ছে কি চাষের জমি?
তবে আছে পাপী পেট,
তাতে হোক মাথা হেট।
কারন,
আছে হত্যাকারী ক্ষুদা,
আর আছে ও পাড়ার দাদা।
নাই চাকরী নাই বাকরী,
তাতে শিক্ষিত বেকারি,
তাই তো আড্ডা দেন ,
পাড়ার মোড়ে বসেন,
আর পাড়ার মেয়েদের করেন সম্মান,
মেয়েদের হাত ধরে তাই মারেন টান।


আরো একটা জিনিষ সোকেশে আছে,
ধর্মান্ধতা তার সঙ্গে উলঙ্গ হয়ে নাচে,
বুঝতে পারি সবই জলের মতো,
কিন্তু অন্ধ হয়ে থাকি জ্যন্ত।