শিশুর উপর এমন পড়ার চাপ,
তারা করে প্রায়শ বাপরে বাপ।
ত্রাহিত্রাহি রব ছেড়ে, করে বিলাপ,
তবু নিস্তার নেই,করেছে কতনা পাপ।
এতে কি হয় না বিকার?
ওদের উপর অন্যয় অত্যাচার।
করে আকাঙ্ক্ষা ভুঁড়ি ভুড়ি,
ওদের স্বপ্নকে ছাড়খার করি।
প্রতিবাদে শুনি লেকচার এটাই,
কম্পিটিশনে টিকে থাকাই নাকি দায়।
প্লেস্কুল থেকে ইন্দুর দৌড় শুরু,
সদা বুক করে দুরু দুরু।
এতে সৃজনশীলতার কি হবে বিকাশ?
শিক্ষা ব্যবস্থা তৈরি করে বই পড়া হাঁস।
কোথাও আবার মাথা দুলিয়ে সুর করে পড়া,
কিছু না বুঝে শুধুই মুখস্ত করা।
এটা করলেই নাকি বিদ্যান হবে।
"জনাব" বলে লোকে সম্মান জানাবে।