শান্ত হয়ে বলতে পারো জবাব কে কেন এত ভয়?
প্রতিবাদের ভাষাকে পুলিস-লাঠি দিয়ে জয়।


পুলিসতো রাজার গোলাম উঠতে বসতে আদেশ,
রাজামশায় ঘুরতে যায় গরিবের টাকায় বিদেশ।


দিন বদলেছে ,বদলেছে  নাম আর পোষাক,
মনটা সেই দীনই আছে হীনতার অভিশাপ।


প্রতিবাদের ভাষাকে খর্ব করার চেষ্টা,
অন্যয় করে প্রশয় দেবার আপ্রান প্রচেষ্টা,
যুগ যুগ ধরে চলে আসছে এই ষড়যন্ত্র ,
কিন্তু বইছে সেই গঙ্গার ধারা আজও কত দুরন্ত।


-তাং ২৩/৫/১৭ (মঙ্গলবার)