কোথায় তোমার সমবেদনা উবে গেল বাস্প হয়ে,
কোথায় তোমার লেখনীতে স্থান পেল পুলয়ামার ছোট্ট মেয়ে,
যে মেয়েটা দোহাই বলে বেচেছিল আসবে তুমি,
কিন্তু, আমার রক্তে ভেসে গেল পুলয়ামার রাস্তাখানি।


তার কাছেতে রোজ যে আমি নিতাম দুটি ফুল আর কুড়ি,
মানবতার ভাষায় আমি বেজাত, আর সে যেন আমার তিন্নি,
হটাৎ করে রক্তশ্রোতে যখন আমি কাতরাচ্ছি,
তিন্নির মুখের থেকেও কেন যে বেরিয়ে আসছিল হামিদা রানী।


আমি তো বেজাত তবু হামিদা কেন আমায় ফুল দিত,
আমি তো কাফের তবু আমায় দেখে কেন সে হাসত,
এবার বাড়ি থেকে ফেরার সময় মায়ের হাতের আচার নিলাম,
হামিদাকে দেব বলে, সুটকেসে ভরে ছিলাম,
সেটাও কোথাও ছিটকে গেছে,
যেমন সবাই রক্তে ভাসে।


আজকের জীবনকবি ড্রয়িংএ অট্টহাসে।