লাগাও লাগাম ছুটবে ঘোড়া,
ঘোড়া নয় তুই ঘাটের মড়া।


স্বাধীন আমি করেছি তোদের,
আবার স্বাধীনতার স্বাদ কিসের?


যা শেখাব তাই শিখবি,
তা না হলে চাবুক দেখবি?


যতই মোদের পূর্বপুরুষ,
"সঙ্গ" নিয়ে ভাল বলুক,
তুই কিনা দাস আমাদের,
ক্ষতি কিনা চাস আমাদের?


লেলিয়েছি কত রায়কে,
কারু স্বামী কিবা ভাইকে,
আজি এই শেষ খেলাতে,
তুই কিনা নুন বারা ভাতে?


এই খেলাতে আমিই জিতব,
খাবো আর খেতে দিব,
তাতে দেশ গোল্লাই যাক,
থাকুক সুরক্ষায় ফাক,
বোমা ফাটুক দেশ জুড়ে,
মানুষ মরুক অঘোরে,
আমিতো রাজা হব,
তোকে আবার "সং" সাজাব।


যেমন ওদের রং নিয়ে রাজনীতি,
আমিও যাবো অধঃগতি,
ওরা খারাপ হলে,
আমিও অন্যয়ের কোলে,
এটাইতো রাজনীতি,
শুধুই জনতার ক্ষতি।


একদিন জনতা টের পাবে,
তখন তোদের সব যাবে,
দিবে দড়িতে হ্যচকা টান,
"রাজা হবে খান খান"।