কালকের অবলা আজকের সবলা,
নারীমুক্তির যুগে, পুরুষেরা শুধুই ক্যবলা?
নাকি সবই নাটক আর ছলনা।
কার্যসিদ্ধির জন্য পারস্পরিক সামঝোতা।
যারা ধার ধারে না কোন সম্পর্ক, শুধুই লিপ্সা।
তারাই নাকি ভ গ বানের আসলি বান্দা!


আগমনীর সন্ধিকালে মত্ত সকলে নারীশক্তির আরাধনায়,
কিঞ্চিত বিলম্ব হল অসুরের আগমনে,
অসুর ছিল ছদ্মবেশ ধরে,
ভগবানের ঘরে,
আজ নির্লজ্জরা করে রামের নাম বদনাম।
গান্ধীজী ঠিক বলেছিলেন "হে রাম"!!


আস্থার আস্তানায় ধরবে না চির,
কারন আত্মা যে অবিনশ্বর,ধীর,স্থীর।
যুগে যুগে রামের আর রহিমের নামে আসবে অসুর,
মিলবে কিছু মক্ষিরানি মন্মদরী, অসুরচারিণী করবে ঘুরঘুর।
হবে না কি শাস্তি এদের? ধর্ম নিয়ে যারা করে খেলা,
ধিক তোদের, নিপাক যাক, রইল কড়া শাস্তির  প্রার্থনা।