জাগ্রত আস্ফালন জনতার মাঝে,
অনুরনন বিফলতার হিসাব খোজে।


বাগ্মিতায় চরিতার্থ, ঝুটা যুক্তির পেশা,
অন্তঃসার শূন্য, নেই মুক্তির আশা।


খুন, রাহাজানী, কুক্র্ম যত,
ইহাই পূর্ব ইতিহাস, গর্বের মতো।


সংঘটিত সমস্যার নিস্ছিদ্র ফাঁদে,
বিচারের আওয়াজ, নিভৃত্যে কাঁদে।


"দাদা" ব্ড় প্রবীর, সহস্র অনুজ মাঝে,
তাবেদারের গলে, মুক্তা হার জোটে।


প্রভাব, পতিপত্তি, সম্পত্তি যত
অগ্নিসম ক্ষুদা , হায় অপূর্ণ ক্ষত।


ধর্ম নিয়েও ক্থা বলে, অবধূত দুরাত্মা,
কৃষ্ণ বানী বদলে হয় কংশের ভাষা।


ধরিত্রী ভারাক্রান্ত, এখন  ভারে পাপীদের ,
"নেতা" নামে কলঙ্ক,হোক যোগ্য প্রতাক্ষানের ।।


-তাং ২৪/৪/১৭ (সোমবার)