সমতার বন্ধনে নতুন সম্পর্কের সৃষ্টি,
তাতে তা সম্বন্ধ কিম্বা স্বকীয় দৃষ্টি,
সময়ের বলয়ে স ব ই এক হয়,
মিথ্যা আফসোস নদীর পারে রয়।


সত্যি কি সমতা আসে কখনো,
মিথ্যা ভাবি অধিকার করে কারপন্য,
সবই সাম ঞ্জসের খেলায় সামিল,
সামঞ্জস্য করলেই হবে না অমিল।


তুমি কর সমতা কিম্বা আমি করি,
পরস্পর সামঞ্জযস্যে আছে বড়ই আড়ি।
প্রেয়সীর মন বুঝে খেলা খেলে যাও,
একথা কেউ না প্রেয়সীকে জানাও!