দুনিয়াটা আজ রোবোটের, হৃদয়ের কিবা দাম?
চিন্তা ভাবনা দুশ্চিন্তা সব স্বভাবের অবসান।
রোবোটের মত চাবি চালিয়ে করি সব সমাধান।
তবুও কি পাই খুজে মন শান্তির সন্ধান।


অনেক খুজেও যেমন ডুবুরি পায় মনি বহু দূরে,
আমিও খুজে যায় শান্তি, অচীন দেশের পরে,
স্বান্তনা আর শান্তি কি সমার্থক হতে পারে?
তেমনী রোবোট কি ধুকতে পারে প্রেমের গভীরে?


রোবোট কি বলতে পারে, আমি আছি পাশে তোমার
তোমার চোখের জলে কি গলবে মনটা রোবোট টার।
রাগ, অভিমান, অনুকম্পা দিয়ে মানুষের জীবন  গড়া,
রোবোট কি বানাতে পারবে, মান ভাঙানোর  ছ্ড়া।