শান্তির খোঁজে কত মহাপুরুষ রাজ্য ত্যাগ করি,
শান্তির পথে রাজা শ্রীরামচন্দ্র ভিক্ষুকবেশ ধরি।
চেয়েছিলেন শান্ত হয়ে বচন পালনে মন,
শান্ত রাখতে দেয় কই, রাবনের অন্যায় পন।


যুগপুরুষ, ন্যয় পরায়ন পরাক্রমের অধিকারী,
বঞ্চিত করেন নায় কাউকে, নিখুত বিচারী।
বহ্নিসম তেজ তার, তীক্ষ্ণ স্মরন,
নিষ্কলঙ্ক চরিত্র যার, সমতার দর্শন।


অন্যয়ের উপর ন্যয়ের জয় সত্যযুগ হতে,
কলিযুগের পরম্পরায় কিছু ছেদ পড়েছে বটে।
তবু শান্তির স্থাপনায় রামই ভরসা,
রাম রাজ্য, সাম্যবাদ সমার্থক ভাষা।