খোঁজ খোঁজ-গেল কোথায়?
রাত পোহালেই বিয়ে,
এমন দিনে কনে হঠাৎ গেল হারিয়ে!


রাতের মধ্যে খুজতে হবে, সাত কান হবার আগে,
পালালো নাকি কারুসাথে, প্রেমে ফাসায়নি তো তাকে?
কত জল্পনা কত গঞ্জনা উঠলো পাড়ায় ভর রাতে।


একেই বলে, "যার বিয়ে তার হুশ নেই
                 পাড়া পড়শীর ঘুম নেই"


কারণ টা সহজ, বামনী পিসির ঘরে শুয়েছে সে,
ক্লান্ত নিরুপমা,আজ যা ধকল শরীরের উপর গেছে,
শান্ত হয়ে তাই সে ঘুমিয়ে গেছে!!