লজ্জা তারই মানায় যার হায়া আছে,
বেহায়ার আবার লজ্জা কিসের?
সে তো সমাজকেও পায় না ভয়!
কিসের লজ্জা এমনই তার বরাভয়!
লজ্জা , ঘেন্না , ভয় তিন থাকতে নয়,
ইহায় তার অভয়।


লাজুকের লজ্জা আর বনলতার লজ্জাবতি যেমন এক নয়,
লজ্জার আছে রকমফের, আছে সমাজের অবক্ষয় ।
আবার অলজ্জার রকমফেরও আছে,
কখন বা চরমপন্থার কাছে,
সমাজে বেচে থাকার জন্য যেটুকু ল জ্জা না হলেই নয়,
চরমপন্থায় আমারও নায় অভয়।
আমি তারই সপক্ষে,
অবশ্যই চরমপন্থার বিপক্ষে।