মানব বন্ধন চলে রথের আহবানে,
পামরের নেই স্থান তুচ্ছ স্বভিমানে,
নিজের অস্থীর চিত্তকে স্থীর করে ভাবায়,
ক্ষমা কি করিবেন নিলাচলের নিতাই!


নিজ স্বার্থসিদ্ধি তে হে অবিচল দিলীপ,
সূর্যের মত কেন নেই তেজ ?আছে অলীক।
নাই কাজ তো খই ভাজ, তাও ভাল,
একি করিলি যে ধর্ম গেল?


নিজ জাতি নিজ ধর্ম না চিন্তা করি,
দিলি পা গোবরে, ধর্ম নাশা হলি?
তুই কিনা কথিত ব্রাম্ভন সন্তান,
নিজ ধর্ম ছাড়ি, অন্য সম্মান।


শ্রোতাগন বিচলিত এ কবিতা পাঠে,
কিছুই তো বোধ গম্য নাহি মনপটে,
আরে আমি বলিতেছি যগাই মাধাই,
কষ্ট কি পাননি সাধের নিতাই?
এ যুগে তার নাম দিলিপ না হয় দিলুম,
নামে কি এসে যাই?  ভুলে যান বেমালুম।