ছোটবেলার স্বপ্নিল স্মৃতিপট আজও মসৃণ,
বকুল স্যরের প্রিয় আসিফ আজ সৈনিক।


যেদিন নিলাম দেশরক্ষার ব্রত,
মহল্লায় ভিড় ছিল শত শত।


বকুলবাবু একবার  মাথাখানা ছুল,
অশেষ শক্তি ও স্নেহ অনুভূত হল।


আম্মুজানের থেকে নিয়ে আশিস,
ট্রেনিং-এ এলাম জম্মু-কাশ্মীর।


ট্রেনিং শেষে বাড়ি এলাম একবার,
আম্মিজান দেখাল নাজিয়াকে বার বার।


পছন্দ যদি কথা পারতে পারি,
আম্মি জেন নাছোড় বান্দা ভারী।


শেষ মেস কথা দিলাম আমি,
মাঝে বার কয়েক  হল ভাব আর আড়ি।


শেষদিনটা এল তাড়াতাড়ি,
নিকা হবে জেন পরেরবারই।


পোস্টিং-এ আবার কাশ্মীর,
চারিদিক শুনসান গভীর।


দিন কাটলে রাত কাটে না,
রাত কাটলে দিন,
যুদ্ধ করা কি বড়ই সমীচীন?


ভূস্বর্গের অধিকারে মত্ত মানব,
আজ পরিনত হয়েছে দানব।
কিন্তু কি হবে এসব বলে,
সৈনিককে বারুদ ভড়তে হবে নলে।
তা না হলে বারুদের গন্ধকে মাড়িয়ে যাবে রক্তের বুভুক্ষু মাছি।


আজ নাজিয়া আর আম্মু ছোট্ট সিরাজকে আদর করে বলে,
তুই বড্ড লাকি,তোর আব্বু আর নেই কাশ্মীর-এ।