পরিবেশ আত্মীয়সজন শিখিয়েছিল লজ্জা পেতে,
মেয়েমানুষ আবার পারে কি ছেলেদের সমান হতে?


"লজ্জাই নারীর ভূসন",শুনছি ছোট থেকে,
লজ্জার রীতিতেও নেই রেহাই বেকে বসে।


"এটা করতে নেই, ওটা করতে হয়" এর হরদম উতপীড়ন,
বোরখা আর ধোমটা-আঁচলে ঢাকা আমাদের নব্বই ভাগই জীবন।


প্রথম যেদিন বেরিয়েছিলাম আমি,
দুনিয়াটা সুন্দর লেগেছিল ভারি।


বাবার ছিল সপ্ন আমায় নিয়ে ভারি,
তাই ছেলেদের খেলাই হল হাতেকড়ি ।


কঠোর পরিশ্রমে মেতে আমি উঠে,
পেলাম ফল ক্রিকেট বিশ্বমঞ্চে,


আজ আমাদের চেনে জনে জনে
কাল যারা চিনত না কোনখানে।


দেশের সম্মান আজ মোদের হাতে,
মনে পরে মেয়ে হওয়ার প্রত্যাঘাতে।


আগামীকাল জীবন দিয়েও লড়ব মোরা এই ক্রিকেট যুদ্ধে,
নতুবা নিন্দুকেরা বলবে এটা শুধু পুরুষদলেরই সাজে।
___________________________
বিঃদ্রঃ- বিশ্বকাপ মহিলা ক্রিকেট (২০১৭)-এ ভারতীয় মহিলা ক্রিকেট  দলের ফাইনালে পৌছানোর শুভলগ্নে সমস্ত সবলা মহিলাদের উদ্দেশ্যে একটি ছোট্ট প্রচেষ্টা।