অহেতুক তুমি ঝামেলা পাকালে,
পাকা দেখাটাতো হয়ে গেছে,
দেনা পাওনা যদিওবা নেই,
অহেতুক তুমি মেলাচ্ছো খেই,
না হয় দুচারদিন মেলামেশা করেইছিল,
তা বলে বিয়েটা যে করবে কথা দিয়েছিল?
বিয়ে কি মুখের কথা, কত দায়ীত্ব  কত বোঝা,
তার ওই চাকরিতে মেটাতে পারবে, এতোই সোজা?
দুদিন পরে রাত পোহালে সকালে যখন রসদে টান,
প্রেম ট্রেম উড়ে গিয়ে সুর ধরবে ক্ষুদার গান।
যাও তুমি চলে জীবন থেকে দূরে কোথাও,
যেখানে তোমায় চিনবে না কেও,
শুধাবে না ওই পাপের পিতৃপরিচয়!