দিগন্ত থেকে বিরাগ বাঁশী শোনাতে পারি না,
তোমার মন নিয়ে খেলতেও জানি না।
আমি যাযাবর, তাই অহেতুক ভালবাসাতেও জড়ায় না,
নেশাকে করেছি পেশা,তাই  ঘুরেও  ঘুরেও  ক্লান্ত হই না,
স্বপ্ন-এর মধ্যে, আতিশয্য পোশায় না,
জীবন বাস্তবতায় মোড়া, কিন্তু সবার অজানা।
সুখ হাসায় না, আবার দু:খও কাদায় না।
এত না-এর মধ্যে আছে শুধু একটা কিছু বাইনা,
সংসার করবো না,সংসারী হব না।
কারন সহ্য হয় না তোমার কান্না।