জনমেজয় কহিলেন, প্রভু "কলিকালে যুদ্ধ" কিরূপে আবির্ভূত হবে তা যদি ব্যাখা করেন।


মিডিয়ায় যেন যুক্তি-যুক্ত দুইপক্ষ,
খাতায় কলমে বড় প্রতিপক্ষ,
অস্ত্র-ব্যবসায়ে সমর্থন শুধু আত্মপক্ষ,
তলায় তলায় চলছে বিনাশের সাথে সখ্য।
জানিবে, ইহায় কলিকালের যুদ্ধ।


অস্ত্র বানিজ্যের বাড়-বাড়ন্ত,
শেয়ার বাজারে দর পড়ন্ত,
সাধারনের কপালে শোক-শোকান্ত,
শাসকের গুপ্ত বিশ-দন্ত।
জানিবে, ইহায় কলিকালের যুদ্ধ।


অর্থ যখন মানবের বড় পরিচয়,
গরীব অভুক্ত,রাজভোগ অপচয়,
অর্থের কাছে ধর্মের পরাজয়,
অধর্মের কাছে অমানবতার আশ্রয়।
জানিবে, ইহায় কলিকালের যুদ্ধ।


উর্বর জমিতে বারুদের গন্ধ,
শিক্ষিত মানুষও যখন ধর্মান্ধ,
অহং-এর সঙ্গে যুক্তির দ্বন্ধ,
অন্যায় বিচারে অহং যখন অন্ধ।
জানিবে, ইহায় কলিকালের যুদ্ধ।