হিমা এক ছোট্ট মেয়ের নাম,
হিমা এক দূরন্ত উড়ান।
হিমার নামে আজ সবাই জানে,
কালকে কেউ চিনত না তাকে।
কাল আবার হারিয়ে সে যাবে,
ভিড়ের মাঝে কে তাকে খুজবে?
সে তো আর ক্রিকেট খেলে না,
বিজ্ঞাপন ও সে পাবে না।
আজকেই যা, এটা হিমার দিন,
কাল কেই সে হয়ে যাবে প্রাচীন।
তবু ছোট্ট হিমার আছে হাতিয়ার,
আত্মপ্রত্যয় আর প্রবল জেদের ধার।
একদিন সেও বড় হবে,
নিজের লোক না চিনলেও,
বিশ্ব বাজার তার দাম দেবে।