সন্ধ্যতে গুমট গরমে ওঠে নাভিশ্বাস।
কালুবাবুর মুদ্রাদোষ "আজব বিভ্রাট"!


সেদিনের সেই ষষ্টিচরন বিদেশ থেকে এসে,
শুনল যখন চরম গরম পড়েছে এ ভর বোশেখে,
ফরমান দিল শিঙা ফুকে পিতার তালুক থেকে,
জোরে জোরে হিলাও গাছ আছে যত মাঠে  বেচে,
তাতেই যাবে এ গরম উঠবে ভীষন ঝড়,
চারিদিক কালো করে কালবৈশাখী যখন জোর,
রাজার দুলাল ভাবে এ তার দান,  আনন্দে আটখানা,
কিন্তুভাব থেকে গেল কালুবাবুর মনে ষোলোআনা,
কি করে উনি হিলায়ে গাছ গাছালি,ঝড় তোলেন ধরনী পড়ে,
এমন হলে শীতকালে কি ধরে থাকিতে হবে গাছকে শক্ত করে?


"আজব বিভ্রাট"!!