মান আর অভিমানে ভরা সংসার,
আবার মান ছাড়া সংসার বড়ই অসাড়।
বধুয়ার মান,পূর্বাভাশ প্রেমের বাণ,
বধুয়ার সঙ্গে আড়ি,
খুনসুটি আর নতুন শাড়ি...
মানভঞ্জন পর্ব হয় শেষ,
আবার বধুয়ার আদেশ,
শান্ত হও, এত অশান্ত কেন?
মান আর অভিমানের যন্ত্রনা যেন।
নেই নিস্তার এই চক্রাবতে,
সংসার চলে যায় এই আহুতির সাথে।
আহুতি শেষে বিস্তর হাঙ্গামা...
মান আভিমান পরে কাগজের জামা।