ফার্মগেট


আমি বয়ে চলি রাস্তা, ফার্মগেট ব্রিজ
ভিখারির চেয়ে থাকা চোখ, হাত
পাশ কাটিয়ে বয়ে চলা ব্যবসায়ী দোকানের স্রোত
অভাগি আমি বেয়ে চলি নৌকা নদী, ফার্মগেট ব্রিজ।


আমি বয়ে চলি শতশত জোড়া চোখ
অচেনা আগে না দেখা মুখ, নাক চাপা ঘ্রান
মিশ্র আওয়াজ, হেটে চলা পথচারী
আমি বয়ে চলি নিজেকে, না দেখি আমি - আমাকে।


আমি বয়ে চলি জীবনস্রোতে
নৌকা তরীমাঝে শুন্য একা আমি কয়েক সহস্র জীবনমাঝে।


আমি একা বয়ে চলি
কে চেনে আমি, আমাকে, আমাদেরকে?
বয়ে চলি মহাকালের স্রোতে।


©কল্লোল, পূর্ব রাজাবাজার
২১/১১/২০১৭, ২০:৩৭