বুকের মাঝখান থেকে একটা হাওয়াই জাহাজ ভেসে চলে মসৃণ স্রোতে
মগজের মাঝে এসে আবার ফিরে যায়, চলাচল রয় অবিরত,
মাঝে মাঝে আরও একটু নিচ থেকে এর শুরুটা অনুভূত হয়;
মনে হয় এই-ই আমি...!


মাঝে মাঝে সে স্রোতেরও হদিস মেলাতে পারি না
নিজেকে তখন কেমন যেন ফাঁকা লাগে – আমি কিছুই না - শূণ্য মনে হয়।


কখনও কখনও নিজেকে মনে হয় হাসপাতালের বেডে শুয়ে চেয়ে থাকা নিথর মুখ
রাস্তায়, বাসস্টপে, বাজারে পাশ কাটিয়ে চলে যাওয়া অচেনা হাজার জোড়া অভাগী চোখ ।


কিন্তু দূর্ভাগ্য কখনোই নিজেকে রক্তমাংসের মাংসপিন্ডে খুঁজে পেলাম না!


প্রায়শই মনে হয় অপরিচিত অচেনা একটি মুখছবি নিয়ে ঘুরছি
কিন্তু এ-তো আমি নই, এ যেন নাটকে অপছন্দের চরিত্র জোর করে সেঁটে দিয়েছে কেউ।


অনুভবে কেমন যেন মিলেমিশে একাকার হয়ে আছি বিশাল সবুজের মাঠে, নীল দিগন্তে,
পাখীদের কলকাকলিতে, নদীর স্রোতে, পথের পাশে ফুঁটে থাকা ঘাস ফুলে।


নিজে নিজে অনেক চেষ্টা চালিয়েও –
এ পর্যন্ত এসে আটকে রয়েছি, শুধু এটুকুই পরিচয় দিতে পেরেছি নিজে নিজেকে।


@কল্লোল, এপ্রিল ২০১৯